শহর প্রতিনিধি
ফেনী পৌরসভার ২০২৩-২০২৪ অর্থবছরের প্রাক বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার পৌরসভার কনফারেন্স হলে আয়োজিত প্রাক বাজেট সভার সভাপতিত্ব করেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। এসময় পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী পৌরসভার বিভিন্ন উন্নয়ণমূলক কর্মকান্ড, বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন। ফেনী পৌরসভাকে আরো বেশি গতিশীল, আধুনিক ও স্মার্ট করতে ও শহরবাসীর নাগরিক সুবিধার্থে নতুন করে যে সকল সেবা সংযোজন করা উচিত সে ব্যাপারে আগামী তিনদিনের মধ্যে মতামত জানানোর জন্য সময় বেঁধে দেন।