১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী >> ফেনী শহর
  • ফেনীতে নিজাম হাজারী এমপির মা ও বড়ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে ৩৫ হাজার লোকের মেজবান
  • ফেনীতে নিজাম হাজারী এমপির মা ও বড়ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে ৩৫ হাজার লোকের মেজবান

    দৈনিক আমার ফেনী

    কামরুল আরেফিন
    ফেনী সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর মা দেল আফরোজ বেগম ও বড়ভাই জসিম উদ্দিন হাজারীর ৩য় মৃত্যুুবার্ষিকী উপলক্ষে ৪০টি গরু জবাই করে ৩৫ হাজার লোকের ভোজের আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার শহরের মাস্টার পাড়াস্থ লমী হাজারী বাড়ি জামে মসজিদে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের পর মেজবান খাওয়া শুরু হয়। চলে বিকাল ৫টা পর্যন্ত।
    মেজবান অনুষ্ঠানে উপস্থিত চট্টগ্রাম সিটি সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দিন, ফেনী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য বায়রার সভাপতি আবুল বাশার, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ আহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি মাষ্টার আলী হায়দার, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ কে শহীদ খোন্দকার, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব, জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু ও সাধারণ সম্পাদক নুর করিম জাবেদসহ প্রতিটি উপজেলার চেয়ারম্যান, মেয়র, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও তৃনমূল আওয়ামী লীগের নেতাকর্মী ও সর্বসাধারণ।
    মেজবানে পুলিশ, রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবক দল, আনসার, গ্রাম পুলিশ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় এক হাজার নেতা-কর্মী আইন-শৃঙ্খলা রক্ষায় ও মেজবান অনুষ্ঠানের দেখবাল করার কাজে নিয়োজিত ছিলেন।
    প্রসঙ্গতঃ ২০২০ সালের ২২ মে রাতে বুকে ব্যাথা অনুভব হলে জসিম উদ্দিন হাজারীকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকাল ১০ টার দিকে তার মত্যু হয়। পরে ছেলের মৃত্যুর সংবাদ শোনার দুই ঘন্টা ব্যবধানে রাজধানীর ধানমন্ডিতে বড় মেয়ের বাসায় হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে নিজাম হাজারীর মা দেল আফরোজ বেগমও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওইদিন রাতে জসিম উদ্দিন হাজারী ও দেল আফরোজ বেগমকে লমী হাজারী বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

    আরও পড়ুন

    চলে গেলেন সাংবাদিক এরশাদ মজুমদার
    নগদ প্রণোদনা চেয়ে বিসিক মালিক সমিতির সংবাদ সম্মেলন
    জাতীয়তাবাদী ওলামাদলের মতবিনিময় সভা
    আজকের তরুণরাই হচ্ছে আগামী দিনের স্টার- জেলা প্রশাসক
    মাতুভূঞায় জামায়াতের কর্মী সম্মেলন
    ফেনীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
    ইসলামী আন্দোলনের আমীর গণ বিপ্লবের মহানায়ক ছিলেন: মাও. জাফরী
    কোম্পানীগঞ্জে চাঁদা না পেয়ে ছুরিকাঘাত, আহত-৪