আমার ফেনী ডেস্ক
নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরীর এমপির বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ফেনী জেলা বিএনপি। জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জেলা বিএনপি জানান, নিশি ভোটের এমপি শিরিন আক্তারের রেফারেন্সে নৌ-পরিবহন মন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি। খালেদ মাহমুদ চৌধুরীর বাড়ি যেহেতু দিনাজপুর, তিনি খালেদা জিয়ার পরিবার সম্পর্কে অবহিত থাকার কথা নয়। খালেদা জিয়ার বাবা মরহুম ইস্কান্দার মজুমদার পড়া লেখা শেষে ওয়েস্ট বেঙ্গলের জলপাইগুড়ি টি-স্টেট এর শীর্ষ কর্মকর্তা ছিলেন। কর্মরত অবস্থায় তিনি দিনাজপুরের তৈয়বা মজুমদারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯৮৭ সালে দেশ বিভাগের পর ইস্কান্দার মজুমদার ঠিকাদারী ব্যবসা শুরু করেন। তিনি দীর্ঘ দিন দিনাজপুর চেম্বার অব ইন্ডাস্ট্রির সভাপতির দায়িত্বে ছিলেন।
খালেদা জিয়ার পৌ-পিতামহ হাজী সালামত মজুমদার ধর্মভীরু মানুষ ছিলেন। এলাকায় তিনি দরবেশ হিসেবে পরিচিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, শিরিন আখতারের স্বামী চাঁদপুরবাসী মার্সাল মনি সম্পর্কে আমরা সবাই অবহিত আছি। তার ছেলে ডা. অমিত এর কর্মকান্ড ফেনী-১ আসনের জনসাধারণ জানেন। কারো ব্যক্তিগত বিষয় আমরা বক্তব্য দিতে অভ্যস্ত নই। বেগম খালেদা জিয়াকে নিয়ে কু-রুচিপূর্ণ বক্তব্য দিলে আমরা যে কারো থলের বিড়াল ছেড়ে দিতে বাধ্য হবো।




