১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী >> ফেনী শহর
  • মজনু ও নাসিরের মুক্তির দাবিতে ফেনীতে যুবদলের বিক্ষোভ, গ্রেফতার-২
  • মজনু ও নাসিরের মুক্তির দাবিতে ফেনীতে যুবদলের বিক্ষোভ, গ্রেফতার-২

    দৈনিক আমার ফেনী

    শহর প্রতিনিধি
    ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব ও ফেনী-১ আসন বিএনপি সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু ও ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারের মুক্তির দাবীতে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। গতকাল মঙ্গলবার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমের নেতৃত্বে মিছিলটি শহরের শহীদ শহিদুল্লা কায়সার সড়ক থেকে শুরু করে ট্রাংক রোডের দিকে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। পরবর্তীতে তারা মিছিলটি নিয়ে ইসলামপুর রোডের দিকে চলে যায়। এসময় পুলিশ মিছিল থেকে দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, পরশুরামের চিথলিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন (২৯) ও সোনাগাজীর চরচান্দিয়ার আবদুর রহিম প্রকাশ রুবেল (৩৫)।
    ঘটনায় ফেনী শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. হায়াত উল্যাহ বাদী হয়ে পুলিশের কাজে বাধা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৬৫-৭০ জনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। বিস্ফোরক আইনে মামলা হয়েছে বলে জানা যায়। মামলাটির তদন্ত ভার দেয়া হয়ে উপ-পরিদর্শক মামুন হোসেনকে।
    মামলায়, গ্রেফতারকৃত মো. জালাল উদ্দিন ও আবদুর রহিম প্রকাশ রুবেলসহ বাকী যাদের আসামী করা হয়েছে তারা হলেন, ফেনী জেলা যুবদল সভাপতি জাকির হোসেন জসিম, সদর উপজেলা যুবদলেরযুগ্ন আহবায়ক ফরিদুল ইসলাম রাহাত, জেলা যুবদলের সদস্য সচিব আতিকুর রহমান সুমন, পৌর যুবদলের আহবায়ক বাবলু, সদর উপজেলা যুবদল যুগ্ম-আহবায়ক নিজাম উদ্দিন মাস্টার, ফেনী জেলা ছাত্রদল সভাপতি সালা উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন।
    মিছিলের অগ্রভাগে ফেনী জেলা যুবদলের সহ-সভাপতি গিয়াস উদ্দিন খন্দকার, সিনিয়র সদস্য আতিকুর রহমান মামুন, প্রচার সম্পাদক ফখরুউদ্দিন, সদর উপজেলা যুবদলের আহবায়ক নিজাম উদ্দিন, পৌর যুবদলের আহবায়ক জাহিদ হোসেন বাবলু, সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ, ফেনী জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মজুমদার রশিদ, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফরিদুল ইসলাম রাহাত, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম, সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবির, ছাগলনাইয়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল মোমিন, ছাগলনাইয়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
    ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন বলেন, গ্রেফতার আসামী দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

    আরও পড়ুন

    বিমানের টিকেটের মূল্য কমানোর দাবিতে ফেনীতে মানববন্ধন
    ডিবির অভিযানে এক মাদক কারবারি আটক
    আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল
    আনন্দপুর মাইজগ্রামে দিবা-রাত্রি মিনি ফুটবল বার খেলা উদ্বোধন
    জামেয়া উম্মে সালমা (রা:) কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
    শিক্ষার্থী নাশিতের আত্মস্বীকৃত খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
    ফেনী বালিকা উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী শ্রেণি বক্তৃতা
    গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরষ্কার বিতরণ