সাখাওয়াত হোসেন
দীর্ঘদিন শিক্ষক সংকটে থাকার পর অবশেষে অবসান হয়েছে ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট। ‘দৈনিক আমার ফেনী’র ২০২২ সালের ১৯ ডিসেম্বর সংখ্যায় ‘শিক্ষক সংকটে ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর টনক নড়ে উর্ধ্বতন কর্মকতাদের। তারই ধারাবাহিকতা গত ২৩ জানুয়ারি ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দু’জন নতুন শিক্ষক নিয়োগ পেয়েছে। এর ফলে শিক্ষক সংকট অনেকটা অবসান হয়েছে। গতকাল ২১ মে রোববার শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগের ফলে অবসান হলো পুরোপুরি সংকটের।
ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছেন শিবু চন্দ্র শর্মা। গতকাল রোবাবার উপজেলা শিক্ষা অফিসে জমাদান পত্র জমা দিয়ে তিনি তাঁর নতুন কর্মস্থলে যোগদান করেন।
যোগদান ও নতুন কার্যদিবস উপলক্ষে ফুলের তোড়া দিয়ে প্রধান শিক্ষককে বরণ করে নেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির কমিটির সভাপতি ও শিক্ষানুরাগী লায়ন মো. মহসিন আলী।
এসময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দসহ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিল।
প্রসঙ্গত; শিবু চন্দ্র শর্মা এর আগে চট্টগ্রাম ফটিকছড়ি পানুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।