সদর উপজেলা প্রতিনিধি
ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মরিচ চাষ।
নোয়াখালী ফেনী লক্ষীপুর চট্রগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় একবিঘা জমিতে বিজলি প্লাস মরিচ চাষ করেন কালিদহ ইউনিয়নের কৃষাণী রোমানা আক্তার।
তিনি পতিত এক বিঘা জমিতে কাঁচা মরিচ উৎপাদন করেন ২ হাজার ৪’শ ৪ কেজি। যা ৫০ টাকা কেজি দরে ১ লাখ ৬ হাজার ৮’শ ৮২ টাকা বিক্রি করেন। ওই জমিতে উৎপাদন খরচ ও বাজারজাত বাবত ৪২ হাজার টাকা খরচ বাদ দিয়ে লাভ হয় ৭৮ হাজার ২’শ ৪২ টাকা।
সম্প্রতি প্রদর্শনী পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন – ওই প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ আবু নঈম মোহাম্মদ সাইফ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শারমিন আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সালমা আক্তার।
এ সময় এলাকার অসংখ্য কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং চাষিগণ বানিজ্যিকভাবে মরিচ উৎপাদনে ঝুঁকছেন।