১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী >> ফেনী শহর
  • ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে বিশ্ব রক্তচাপ দিবস পালিত
  • ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে বিশ্ব রক্তচাপ দিবস পালিত

    দৈনিক আমার ফেনী

    শহর প্রতিনিধি
    ‘সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং সুস্থ থাকুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে বিশ্ব রক্তচাপ দিবস উপলক্ষে র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।
    গতকাল বুধবার ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের আয়োজনে বিশ্ব রক্তচাপ দিবস উপলক্ষে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের রাজাঝির দীঘির পাড় প্রদক্ষিণ শেষে ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে গিয়ে মিলিত হন।
    হার্ট ফাউন্ডেশনের সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাহার উদ্দিন বাহারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলার সিভিল সার্জন ডা. মো. শিহাব উদ্দিন ও ফেনী বিএমএর সভাপতি ডা. সাহেদুল ইসলাম কাওসার।
    পরে প্রধান অতিথি হার্ট চত্বরের ভিত্তি প্রস্তর স্থাপন ও দিবসটি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন।
    প্রধান অতিথি ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, উচ্চ রক্তচাপ নিয়ে ও সুস্থ থাকা সম্ভব দরকার শুধু সচেতনতা। যে খাবার গ্রহণ করলে উচ্চ রক্তচাপ বাড়ে সে খাবার পরিহার করি এবং নিজেও সচেতন হই এবং অন্যদেরকে ও সচেতন করার জন্য আহবান জানান।
    এসময় হাসপাতালের আজীবন সদস্য, কার্যকরী কাউন্সিলের সদস্যবৃন্দ, চিকিৎসকসহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
    প্রসঙ্গত, ওয়ার্ল্ড হাইপারটেনশন লীগের (ডাব্লিউএইচএল) সদস্য হিসেবে হাইপারটেনশন কমিটি অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, ২০০৬ সাল থেকে ১৭ মে দিবসটি পালন করে আসছে।

    আরও পড়ুন

    জাফর উল্লাহ সিদ্দিকির পরিবারকে পুনরায় হুমকি
    নিজ গ্রামে সংবর্ধনা পেলেন ক্রিকেটার আল ফাহাদ
    ফেনীতে মাদ্রাসা শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু
    পরশুরামে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    ইট ভাটা ও ব্রিক ফিল্ডে উচ্ছেদ অভিযান
    পরশুরামে মুহুরী নদীর বেড়িবাঁধ এলাকার মাটি সাবাড়
    ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ বছর ধরে বিকল এক্স-রে মেশিন
    বিএনপির কমিটি ঘিরে মিশ্র প্রতিক্রিয়া