ছাগলনাইয়া প্রতিনিধি
ছাগলনাইয়া চুরি মামলায় রফিকুল ইসলাম হৃদয়কে (২০) গ্রেফতার করেন থানা পুলিশ। এসময় তার কাছ থেকে তিন জোড়া স্বর্ণের কানের দুল, স্বর্ণের আংটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী রফিকুল ইসলাম রাধানগর ইউনিয়নের পূর্ব মধুগ্রামের শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চুরি মামলায় রফিকুল ইসলাম হৃদয়কে গ্রেফতার করে। রফিক পেশায় রং মিস্ত্রি। রং করার কাজ করতে গিয়ে চলতি মে মাসের ৮ তারিখে চুরি করে। গতকাল রোববার দিবাগত রাতে তাকে থানা পুলিশ তার ঘর থেকে গ্রেফতার করেন।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুদ্বীপ রায় জানান, গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।