সোনাগাজী প্রতিনিধি
সোনাগাজীতে ভূট্টা ক্ষেতে নিয়ে ১৫ বছর বয়সি এক বাক প্রতিবন্ধী কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া গ্রামের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে ওই প্রতিবন্ধী কিশোরীকে শাকিব (২১) ও রাজিব (২০) নামে দুই বখাটে ভুট্টা ক্ষেতো নিয়ে গিয়ে ধর্ষণ করে। স্থানীয়রা বখাটেদের হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করে।
শাকিব সোনাগাজী সদর ইউনিয়নের চরখোন্দকার গ্রামের আবদুর রব এবং রাজিব চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া গ্রামের এতিম আলীর ছেলে।
এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে দুইজনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
পুলিশ, ধর্ষিতার পরিবার ও এলাকাবাসী জানায়, শাকিব ও রাজিব দুইজনই পেশায় ব্যাটারি চালিত অটোরিকশা চালক। তারা দুইজন বন্ধু। এ দুইজন একাধিক অপ-কর্মের সাথে জড়িত রয়েছেন বলে স্থানীয়দের অভিযোগ। তাদের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় একাধিক মামলা রয়েছে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ খালেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।