শহর প্রতিনিধি
ফেনীতে স্ত্রীকে হত্যা চেষ্টায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামি স্বামী ও দেবরকে ১৮ বছর পর গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানায় র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্ণেল মো. মাহবুব আলম। এ সময় উপস্থিত ছিলেন র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াডন লিডার মো. সাদেকুল ইসলাম, সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া মো. নুরুল আবছার। এর আগে বুধবার রাতে কুমিল্লার কোতয়ালী থানার সুজানগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলো- ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের নোয়াবাদ গ্রামের আতু মিয়ার ছেলে লিটন বাবুল (৩৭) ও মো. সুমন (৩২)।
র্যাব জানায়, ২০০৪ সালে ১০ হাজার টাকা যৌতুকের দাবিতে ফাতেমা আক্তারকে বুকে, পিঠে কিলঘুষি মেরে ও পাকা রাস্তায় ছেচড়াইয়া দুই হাটুতে মারাত্মকভাবে রক্তঝরা জখম করে আসামীরা। আসামী সুমন ভিকটিমকে গলা চেপে শ্বাসরুদ্ধ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্বে ফেলে দেন। পরবর্তীতে ভিকটিমকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করানো হয়।
ওই ঘটনায় ফাতেমা আক্তার বাদী হয়ে যৌতুক ও নির্যাতনের মামলা করলে আদালত লিটন বাবুল ও মো. সুমনকে ২০১১ সালে যাবজ্জীবন কারাদন্ড দেয়।
দীর্ঘদিন ধরে তারা পলাতক থাকার পর কুমিল্লা অবস্থান করার তথ্য পেয়ে র্যাব অভিযান চালিয়ে তাদের আটক করে। বৃহস্পতিবার আসামীদের ফেনী মডেল থানায় হস্তান্তর করেছে র্যাব।