১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফুলগাজী >> ফেনী
  • ফুলগাজীতে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে সেনা কর্মকর্তার (অব.) জমি দখলের অভিযোগ
  • ফুলগাজীতে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে সেনা কর্মকর্তার (অব.) জমি দখলের অভিযোগ

    দৈনিক আমার ফেনী

    বিশেষ প্রতিবেদক
    ফুলগাজীতে সেনা কর্মকর্তার (অবঃ) জমি দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় পল্লী চিকিৎসক সাইফুল ইসলাম প্রকাশ ডাক্তার মামুনের বিরুদ্ধে। আমজাদের হ্টা ইউনিয়নের উত্তর ধর্মপুর গ্রামের আবদুল আজিজ বাড়ির মৃত নায়েব আলী প্রকাশ নাবালক মিয়ার ছেলে সেনা কর্মকর্তা (অব. সার্জেন্ট) আবদুস সাত্তার জানান, তাদের প্রায় সকল ভাই চাকরি ও বিদেশ থাকার সুযোগে তাদের বাড়ির সামনে একটি জমির প্রায় ৭ শতাংশ দখল করে সেখানে টিনসেটের পায়খানা ও মাটির ঘর নির্মান করে ফেলেছেন তাদের পাশের বাড়ির আবদুল হালিমের ছেলে সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হওয়ায় দলীয় প্রভাব খাটিয়ে তাদের সম্পত্তি দখল করে নিয়েছেন। তিনি আইনকানুনের কোন ধার ধারেন না। বার বার আমিন আনার পরও তিনি জমি মাপঝোপ করতে দেন না।
    আবদুস সাত্তার জানান, ফুলগাজীর উত্তর ধর্মপুর মৌজার ১১১৬ নং দাগের ১৫ শতক জমির মধ্যে ১০ শত জমি ১৯৭৭ সালে তার পিতা জমিটির মূল মালিক মনু মিয়া থেকে ক্রয় করেন। মনু মিয়া বাদবাকী ৫ শতক জমি ১৯৮১ সালে জুলকু মিয়ার কাছে বিক্রি করেন। ১৯৮২ সালে জুলকু মিয়া থেকে ডাক্তার মামুনের পিতা আবদুল হালিম ক্রয় করেন। মাঠজরীপী ৮৪৭ নং খতিয়ান ও বিএস চুড়ান্ত ৩৬২ নং খতিয়ানে ২৪৫৬ দাগটি তার পিতার নামেই প্রকাশিত আছে। তিনি জানান, ডাক্তার মামুনদের দখলীয় বিএস ১৩২ নং খতিয়ানে করণিক ভুলবশত তাদের মূল দাগ ২৪৫৩ দাগের স্থলে ২৪৫৬ দাগ লিপিবদ্ধ হয়।
    আবদুস সাত্তার আরো জানান, তার অরেক ভাই বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত। তিনি কুয়েতে চাকরিরত আছেন। ডাক্তার মামুন বিভিন্ন সময় আদালত ও সেনা কার্যালয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করতো। পরবর্তীতে তদন্তে মিথ্যে প্রমানিত হওয়ায় আদালতে আন্ডার টেকিং দিয়ে এসেছেন। ভবিষ্যতে আর মিথ্যে অভিযোগ করবেন না বলে এসেও তিনি হয়রানি বন্ধ করেননি। ডাক্তার মামুনদের পরিবার ১৯৮৬ সালেও তাদের জমি দখল করে জোর করে রেজিস্ট্রি দিতে তাদের পিতাকে বাধ্য করেছন। তখন স্থানীয়দের উপস্থিতিতে দুই পরিবারের মধ্যে একটি রেজিস্ট্রিকৃত আপোষ মিমাংসা হয়। সেখানেও সাবেক ১১১৬ বর্তমান ২৪৫৬ দাগটির ১০ শতক জমি নায়েব আলীর বলে উল্লেখ করা আছে।
    এব্যাপারে সাইফুল ইসলাম জানান, আমি নই, তারা আমার জায়গা দখল করে রেখেছে। আমি ১৪৫ ধারায় একটি মামলা করেছি। আজ দুই বছর ধরে মামলা চলছে। জায়গা আমার, জমি আমার, কাগজ আমার, সব কিছু আমার। ২৪৫৬ আমার কিনা সম্পত্তি। আমার নামে খারিজও আছে। জমিটি আমার দখলেই আছে। আমার পিতা জুলকু মিয়া থেকে অনেক বছর আগে জমিটি ক্রয় করেছেন। তিনি আবদুস সাত্তারদের হয়রানি করছেন না বলেও জানান। জমিটি নিয়ে আপনি যে মামলা করেছিলেন সেটি এখন কোন অবস্থায় আছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন মামলা চলছে দুই বছর ধরে।
    স্থানীয় ইউপি সদস্য খোকা মিয়ার এ বিরোধের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, তাদের বিরোধ দীর্ঘ দিন ধরে চলে আসছে। বাস্তবে জমিটি কার তার জানা নেই।
    ফুলগাজী উপজেলার আমজাদের হাট ইউনিয়নের সাবেক ভূমি কর্মকর্তা বেলায়েত হোসেনের স্বাক্ষরকৃত তদন্ত রিপোর্ট অনুযায়ি জানাযায়, ভূমিটি আবদুস সাত্তারের পিতা নায়েব আলীর। তদন্ত প্রতিবেদনে তিনি উল্লেখ করেছন উক্ত মিস মামলার নালিশী ভূমি ফুলগাজী উপজেলার বি,এস ৬৫ নং উত্তর ধমূপুর মৌজার বিএস ২৪৫৩ ও ২৪৫৬ দাগের ভূমি হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রার্থী প্রতিপক্ষগনের উপস্থিতিতে নালিশী ভূমির তদন্ত করি। তদন্তকালে দেখা যায় নালিশী ভূমিতে প্রতিপক্ষের পুকুর ও পায়খানার টাংকি রয়েছে। ওই ভূমি প্রতিপক্ষ বহু বছর থেকে ভোগ দখলে রয়েছেন বলে জানাযায়।
    বেলায়েত হোসেনের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, বর্তমানে আমি সোনাগাজীতে কর্মরত রয়েছি। আমি এ মামলার ব্যাপারে আদালতে প্রতিবেদন জমা দিয়েছি। যেখানে লিখেছি জমিটি নায়েব আলীর। মাঠ জরিপের সময় ৮৪৭ নং খতিয়ান ও বিএস চূড়ান্ত ৩৬২ নং খতিয়ানে ২৪৫৬ দাগ প্রকাশিত আছে। জানতে পেরেছি প্রার্থীর দাখিলীয় বিএস ১৩২ নং খতিয়ানে কারণিক ভুলবশত ২৪৫৩ দাগের স্থলে ২৪৫৬ দাগ লিপি হয়েছে। রিপোর্টে নালিশী জমিতে শান্তি ভঙ্গের আশংকা আছে কেন লিখেছেন জানতে চাইলে তিনি বলেন বাদী ডাক্তার মামুনের আচরণ আমার কাছে ভালো মনে হয়নি। নায়েব আলীর পরিবার বিপদে পড়তে পারেন মনে হওয়ায় আমি শান্তি ভঙ্গের আশংকার কথা উল্লেখ করেছি।

    আরও পড়ুন

    মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ
    ফুলগাজীতে গুড়িয়ে দেয়া হলো ইটভাটা, জরিমানা ৭ লাখ টাকা
    ফেনীতে আওয়ামী লীগ সংশ্লিষ্ট গ্রেপ্তার-৯
    গ্রামের বাড়ি হলো পতিতা পল্লী
    ক্রীড়া সংস্থার কমিটি বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি
    জনসভাকে কেন্দ্র করে জেলা বিএনপির প্রস্তুতি সভা
    ফাজিলপুরে যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    চাঁদাবাজির অভিযোগে জামায়াতের জাকির বহিষ্কার