১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী >> সোনাগাজী
  • কাজিরহাটে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি দুর্ভোগে ব্যবসায়ী ও ক্রেতা
  • কাজিরহাটে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি দুর্ভোগে ব্যবসায়ী ও ক্রেতা

    দৈনিক আমার ফেনী
    Exif_JPEG_420

    মোতাহের হোসেন ইমরান
    বৃষ্টির কারণে সোনাগাজী উপজেলার কাজীরহাট কাঁচাবাজারে হাঁটু পরিমাণ পানি জমে গেছে। শুক্রবার রাতে ২-৩ ঘণ্টার বৃষ্টিতে এ অবস্থার সৃষ্টি হয়। গতকাল শনিবার সকালে সরিজমিনে কাজীরহাট বাজারে গেলে দেখা যায় কাঁচাবাজারে হাঁটু পরিমান পানি জমে আছে। এতে ক্রেতারা দুর্ভোগে পড়েন। অল্প বৃষ্টি হলেই পানি জমে যায় এই বাজারে। ফলে দুর্ভোগে পড়েন ব্যবসায়ী ও ক্রেতারা। এদিকে ক্রেতাদের পড়তে হয় চরম ভোগান্তিতে।
    নানা অব্যবস্থপনায় বেহাল দশায় পরিণত হয়েছে কাজীরহাট বাজার। এ বাজারটি দীর্ঘদিন বগাদানা, মঙ্গলকান্দি ও চরদরবেশ ইউনিয়নের বাসিন্দাদের পণ্য কেনাবেচার উত্তম স্থান। পার্শবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার অনেক বাসিন্দা এই বাজারের ক্রেতা। এ বাজার থেকে বিপুল পরিমান রাজস্ব আদায় করা হলেও প্রয়োজনীয় সংস্কার না করায় এ বাজারে ব্যবসায়ী ক্রেতা-বিক্রেতাগণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বাজারের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই হাঁটুর উপড়ে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে দিন দিন জনসাধারণ এ বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।
    বিপুল পরিমান রাজস্ব আদায় হলেও বাজারে অব্যবস্থাপনা এবং প্রশাসনের যথাযথ নজরদারির অভাবে বাজারটিতে দিন-দিন ক্রেতা-বিক্রেতার সংখ্যা কমছে। ড্রেনেজ ব্যবস্থাসহ পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টি পানিতে তলিয়ে যাওয়ায় বাজারটি একেবারে অচল হয়ে পড়ে।
    কাজিরহাট বাজারের ব্যবসায়ী মাঈন উদ্দিন জানান, এখানকার কাঁচাবাজারে অল্প বৃষ্টি হলে প্রায় হাঁটু পানি জমে যায়। বাজারের ভেতর দিয়ে যাওয়া সড়কটির ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি ও কাদায় রাস্তা চলাচল অনুপযোগী হয়ে পড়ছে।
    কাজীরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফয়েজ আহমদ নিশু বলেন, বাজারে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি জমে যায়। এছাড়া কাঁচাবাজারের পানিগুলো যেদিক দিয়ে এতদিন যেতো সেই জায়গাটির মালিক মাটি দিয়ে ভরাট করে দেয়ায় পানি যাওয়ার আর কোন রাস্তা নেই। এজন্য অল্প বৃষ্টিতে বাজারে পানি জমে যায়। বাজারে ড্রেন নির্মাণের ব্যপারে স্থানীয় চেয়ারম্যানসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে তিনি প্রতিবেদককে জানান।
    বগাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাউদ্দিন বাবুল জানান, পানি জমে যাওয়ার খবর শুনে আমি বাজারে গিয়ে তাৎক্ষনিক পানি নামার ব্যবস্থা করেছি। আপাতত পাইপ দিয়ে পানি নিস্কাশনের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, বাজারে ড্রেন নির্মাণ দরকার ও জরুরি হয়ে পড়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের নজরে আনা হবে।

    আরও পড়ুন

    চলে গেলেন সাংবাদিক এরশাদ মজুমদার
    নগদ প্রণোদনা চেয়ে বিসিক মালিক সমিতির সংবাদ সম্মেলন
    জাতীয়তাবাদী ওলামাদলের মতবিনিময় সভা
    আজকের তরুণরাই হচ্ছে আগামী দিনের স্টার- জেলা প্রশাসক
    মাতুভূঞায় জামায়াতের কর্মী সম্মেলন
    ফেনীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
    ইসলামী আন্দোলনের আমীর গণ বিপ্লবের মহানায়ক ছিলেন: মাও. জাফরী
    কোম্পানীগঞ্জে চাঁদা না পেয়ে ছুরিকাঘাত, আহত-৪