সোনাগাজী প্রতিনিধি
সোনাগাজীতে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে হোমিওপ্যাথি চিকিৎসক মো. মিজানুর রহমান (৪৫) হত্যার ঘটনায় ৩১জনের নামে মামলা দায়ের করেছেন তার সহোদর আবু তৈয়ব। সোনাগাজী মডেল থানা মামলা নং-১৪। গতকাল শনিবার সকালে তিনি ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮-১০জনের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় এ মামলা দায়ের করেন। পুলিশ এজাহারভুক্ত আসামি মোহাম্মদ শরীফ প্রকাশ জামাই শরীফ (৩৭) এবং তার স্ত্রী মনোয়ারা বেগম বানুকে (৩০) গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন। শরীফ একই গ্রামের হোসেন মেম্বার বাড়ির মজিদ মিয়ার ছেলে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুইজন আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকীদেরকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।