সোনাগাজী প্রতিনিধি
সোনাগাজীতে কাগজপত্র বিহীন গাড়ী নিয়ন্ত্রন ও যানবাহন সংক্রান্ত আইন প্রতিপালনে গতকাল শনিবার পৌর-শহরে অভিযান পরিচালনা করেছে জেলা ট্রাফিক বিভাগ। অভিযানে জেলা ট্রাফিক বিভাগের পরিদর্শক (টিআই) এখলাছুর রহমান ও সার্জেন্ট জামান শিকদার নেতৃত্ব দেন। সোনাগাজী মডেল থানার পুলিশ সদস্যগণ অভিযানে সহযোগিতা করেন।
এসময কাগজপত্রে ত্রুটি থাকায় ১১টি সিএনজি অটোরিক্সা, ৪টি মোটর সাইকেল, ১টি নসিমন (ভটভটি) ও একটি খাদ্যপন্য ডেলিভারির গাড়ী আটক করে ট্রাফিক আইনে মামলা দেয়া হয়। মোট ১৭টি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জেলা ট্রাফিক বিভাগের পরিদর্শক (টিআই) এখলাছুর রহমান জানান, এটা আমাদের নিয়মিত অভিযানের অংশ। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।