সোনাগাজী প্রতিনিধি
সোনাগাজীর বগাদানা ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে মাটি ভরাট করে ভূমি জবরদখল চেষ্টা এবং বাধা দিতে গেলে দা-ছুরি ও লাঠিসোটা নিয়ে ধাওয়া এবং প্রকাশ্যে হত্যার হুমকির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জমির মালিক আবু জাফর বাদী হয়ে আবদুল কুদ্দুস, ওয়াজি উল্যাহের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানায় দাখিল করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বাদী আবু জাফর ও তার ভাই খাইরুল বশর ওয়ারিশসূত্রে ও খরিদ সূত্রে বিষ্ণুপুর মৌজার ৩৬৯নং খতিয়ানের ১৯০০ ও ১৮৯৮ দাগের অন্দরে ১৯শতক ভূমি নিষ্কন্টক মালিকানাসহ ভোগ দখলে রয়েছেন। গত ৩০এপ্রিল বিবাদীরা আইন কানুনের তোয়াক্কা না করে জবরদখল পূর্বক ওই ভূমিতে মাটি ভরাট করে। খবর পেয়ে বাদী পক্ষ বাধা দিতে গেলে বিবাদীরা দেশীয় অস্ত্র-সস্ত্রসহ লাঠিসোটা নিয়ে ধাওয়া করে ও প্রকাশ্যে হত্যার হুমকি দেয়।
অভিযোগের তদন্তকারী পুলিশ অফিসার সোনাগাজী মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) কামাল হোসেন বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, উভয়পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বলেছি।