সোনাগাজী প্রতিনিধি
সোনাগাজীতে জমি সংক্রান্ত বিরোধে সন্ত্রাসী হামলায় স্থানীয় হোমিও চিকিৎসক মিজানুর রহমান প্রকাশ ডা. মিজান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনায় মিজানের ভাই আবদুল হাইসহ নয়জন আহত হয়েছেন। চিকিৎসক মিজান সোনাগাজী সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জাকির হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে আবদুল হাই ,আবু তৈয়ব, ডাঃ মিজানুর রহমান গোফরানের সাথে সংঘর্ষে একই বাড়ির মাইন উদ্দিন মামুন (৩৫)পিতা আবুল খায়ের, মনোয়ারা বেগম (৪০) স্বামী মোঃ শরিফ,ছেমনা খাতুন (৭০) স্বামী আবুল বশর, জসিম উদ্দিন (৪৫)পিতা আবু তাহের, বাবলু (২৫)পিতা : সবুজ মিয়া, পিয়সী আক্তার (৪৫) স্বামী আবদুল কাদের, সবুজ (৪০) আহত হয়।। গুরুতর আহত অবস্থায় হোমিওপ্যাথি চিকিৎসক মিজানুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরন করে।
ক্ষতিগ্রস্থরা জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ আহতদের উদ্ধার করেন।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মু. খালিদ হোসেন জানান, সোনাগাজীর ছাড়াইতকান্দি ও চরদরবেশে সকালে দুটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। মৃত্যুর সংবাদ লোক মারফতে শুনেছি। তবে এখনও নিশ্চিত নই। নিশ্চিত হয়ে জানাবো।