চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে ব্রিক ফিল্ডের মাটি বহনকারী ট্রাকের ধাক্কায় ফিদ্দুনিয়া নামের তিন বছরের শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার স্বারপটি উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ফিদ্দুনিয়া কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বারবারতা গ্রামের মো.হেলালের ছেলে।
স্থানীয়রা জানান, সিজিজেন ব্রিক ফিল্ড নামের একটি ইটভাটার মাটি বহনকারী ড্রাম ট্রাকের ধাক্কায় শিশু ফিদ্দুনিয়া গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে চৌদ্দগ্রাম
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।
চৌদ্দগ্রাম থানার ওসি জানান, পুলিশ ড্রাম ট্রাকটি আটক করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।