নিজস্ব প্রতিবেদক
ফেনীর ছাগলনাইয়া’য় বড় ভাইকে দা দিয়ে কুপিয়ে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আবুল খায়েরকে দীর্ঘ ৩০ বছর পর চট্টগ্রাম জেলার পটিয়া এলাকা হতে আটক করেছে র্যাব-৭।
এ নিয়ে বৃহস্পতিবার সকালে ফেনী র্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলন করেছেন র্যাব-৭ এর কোম্পানী কমান্ডার মো. সাদেকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে র্যাব জানায় ১৯৯৩ সালের ২৭জুন সম্পতি বিরোধের জেরে আপন বড় ভাই আবু তাহের কে দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় তার সহোদর দুই ভাই আবুল খায়ের ও আবদুল কাদের। এ নিয়ে নিহতের বোন আমেনা বেগম ছাগলনাইয়া থানায় একই বছর হত্যা মামলা দায়ের করে। সে মামলায় ১৯৯৬সালে আসামীদের যাবদজ্জীবন কারাদন্ড আদেশ দেন আদালত। সে থেকে দীর্ঘ ৩০বছর দেশে বিদেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলো আসামীরা। তাদের ধরতে অভিযানে নামে র্যাব-৭ এর অভিযানিক দল। গত কাল বুধবার চট্টগ্রামের পটিয়া থেকে ৩০বছর পলাতক আসামী আবুল খায়েরকে আটক করে। অপর আসামী মো আবদুল কাদেরকে গ্রেফতারে সক্রিয় রয়েছে র্যাব-৭। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণর জন্য ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।