সোনাগাজী প্রতিনিধি
সোনাগাজী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল রোববার উপজেলা ভিডিও কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্যের একপর্যায়ে চরমজলিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হোসেন বলেন, ‘আমি মারা গেলে আমার মৃত্যুর জন্য উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জহিরুল হক রতন দায়ি থাকবেন। আমাকে হত্যা করে আরেকটি ইউপি নির্বাচন দিয়ে রতন চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখছে। আমাকে হত্যা করা হলে রতনকে দায়ী করে যাচ্ছি।’ তিনি আরো বলেন, চরমজলিশপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ফজরের নামাজের পর জামায়াত-শিবির প্রতিনিয়ত গোপন বৈঠক করে আসছে।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে সভায় ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু, সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মু. খালেদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মফিজুল হক, চরমজলিশপুর ইউপি চেয়ারম্যান এম এ হোসেন, বগাদানা ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন বাবুল, মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. রবিউজ্জামান বাবু, চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান আজিজুল হক হিরণ, নবাবপুর ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহিরসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।