সোনাগাজী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে ভয়াবহ অগ্নিকান্ডে একই বাড়ির ৪টি বসতঘর ও ২টি রান্না ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত শনিবার মধ্যরাতে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড বহদ্দার হাট এলাকায় নুরুল্লাহ সওদাগর বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনি ঘটে। এতে প্রায় ২০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবী করেছেন।
স্থানীয়রা জানান, মধ্যরাতে ওই বাড়িতে আগুন দেখে আশপাশের মানুষ ছুটে আসে ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে ৬টি ঘর পুড়ে যায়।
ক্ষতিগ্রস্থ নুর উল্লাহ সওদাগর জানান, এই অগ্নিকান্ডে তাদের বাড়ির তিনটি পরিবার পথে বসে গেছে। স্বল্প আয়ের পরিবার গুলো নতুন করে ঘর তৈরী করতে অনেক কষ্ট হবে। তারা নতুন করে ঘর তৈরীতে সরকারের আর্থিক সহযোগিতা কামনা করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সোনাগাজীর স্টেশন অফিসার জামিল আহমেদ খান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে তারা ধারনা করছেন।