সেনবাগ সংবাদদাতা
নোয়াখালীর সেনবাগ উপজেলার অজুর্নতলা ইউনিয়ন দক্ষিণ মানিকপুর সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লায়ন সৈয়দ হারুনের বাসভবনে লাখপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের আহবায়ক তারেক আজিজের সভাপতিত্বে ও মো. ফরহাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে লাখপতি পুরষ্কার তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক শিক্ষক আবদুস ছত্তার, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন, বিশিষ্ট সমাজসেবক নিজাম উদ্দিনসহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
ফাউন্ডেশনের উদ্যোগে অর্জুনতলা ইউনিয়নে ৪নং ওয়ার্ডের হতদরিদ্র বিধবা জোছনাকে একলাখ টাকা তুলে দেন।
এ ফাউন্ডেশনটি দীর্ঘদিন ধরে সামাজিক কাজ করে আসছে। এর আগেও আরো দুইজনকে এক লাখ টাকা করে প্রদান করা হয়।