১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • খেলাধুলা >> টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী >> ফেনী শহর
  • ফেনীতে দিনব্যাপী ভেটেরান ফুটবল ফ্যাস্টিভেল সম্পন্ন
  • ফেনীতে দিনব্যাপী ভেটেরান ফুটবল ফ্যাস্টিভেল সম্পন্ন

    দৈনিক আমার ফেনী

    ক্রীড়া প্রতিবেদক
    ফেনী জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে গতকাল শনিবার শহরের ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে দিনব্যাপী ভেটেরান ফুটবল ফ্যাস্টিভেল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
    জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিমের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, ফেনী জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল আফসার আপন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আজম চৌধুরী, ক্রীড়া সংগঠক গোলাম রাব্বানী, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, জেলা ক্রীড়া অফিসার (অতিরিক্ত দায়িত্ব) হারুন অর রশিদ কাজলসহ জেলার সাবেক খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
    জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক সুজন কান্তি ভৌমিক জানান, দীর্ঘদিন ধরে জেলার সাবেক ফুটবল খেলোয়াড় ও সংগঠনের সাথে সুসম্পর্ক ও আন্তরিকতা বজায় রাখার লক্ষ্যে আমাদের এ আয়োজন। আগামীতে আরো বড় পরিসরে এ ধরনের আয়োজন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। এ আয়োজনে সাবেক খেলোয়াড়দের মিলনমেলায় পরিণত হয়।
    প্রসঙ্গত; ফেনী জেলার সাবেক কৃতি ফুটবল খেলোয়াড়দের নিয়ে গঠিত ছয়টি দল নিয়ে এ ফুটবল ফ্যাস্টিভেলের আয়োজন করা হয়।

    আরও পড়ুন

    জাফর উল্লাহ সিদ্দিকির পরিবারকে পুনরায় হুমকি
    নিজ গ্রামে সংবর্ধনা পেলেন ক্রিকেটার আল ফাহাদ
    ফেনীতে মাদ্রাসা শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু
    পরশুরামে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    ইট ভাটা ও ব্রিক ফিল্ডে উচ্ছেদ অভিযান
    পরশুরামে মুহুরী নদীর বেড়িবাঁধ এলাকার মাটি সাবাড়
    ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ বছর ধরে বিকল এক্স-রে মেশিন
    বিএনপির কমিটি ঘিরে মিশ্র প্রতিক্রিয়া