শহর প্রতিনিধি
মুক্তির মূলমন্ত্র, ইসলামী শাসনতন্ত্র এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার আয়োজনে ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বিকালে শহরের মিজান রোডস্থ ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা নুরুল করিমের সভাপতিত্বে ও সেক্রেটারী মো. একরামুল হক ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুহাম্মদ রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-দফতর সম্পাদক মাওলানা নুরুল করিম আকরাম।
এতে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি গাজী এনামুল হক ভূইয়া, মাওলানা গাজী গোলাম কিবরিয়া, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা তৈয়ব সুলতানী, দাগনভূঞা উপজেলা সভাপতি মাওলানা আলাউদ্দিন, ছাগলনাইয়া উপজেলা সেক্রেটারী মাওলানা আবদুল জলিল, পরশুরাম উপজেলা সেক্রেটারী মাওলানা রফিকুল ইসলাম ও ইসলামী ছাত্র আন্দোলন ফেনী জেলা শাখার সভাপতি এইচ এম নুরুজ্জামান প্রমুখ।
এ সময় ফেনী জেলা ইসলামী আন্দোলন, যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।