নিজস্ব প্রতিবেদক
দেশব্যাপী শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন ফেনী জেলায় ৩৩৫ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। ফেনীর ৩৭টি কেন্দ্রে প্রথম দিনে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নিয়েছেন ২২ হাজার ৭৬১ জন পরীক্ষার্থী । তবে জেলার সব কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো পরীক্ষার্থী অথবা কেন্দ্র পরিদর্শক বহিষ্কারের ঘটনা ঘটেনি।
জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখার সহকারী কমিশনার সজীব কান্তি রুদ্র জানান, প্রথম দিনের পরীক্ষায় ৩৩৫ জন অনুপস্থিত ছিল। এর মধ্যে এসএসসিতে ২১৫ জন, দাখিলে ১০৫জন ও ভোকেশনালে ১৫জন পরীক্ষার্থী রয়েছে।
তিনি জানান, এবারের এসএসসি পরীক্ষার প্রথম দিনে জেলার ২২টি কেন্দ্রে ১৭ হাজার ১৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ হাজার ৯২১ জন উপস্থিত ছিল। অনুপস্থিত ছিল ২১৫ জন। একইভাবে জেলার ৯টি কেন্দ্রে দাখিল পরীক্ষায় ৪ হাজার ৯৩৮ জন পরীক্ষার্থীর মাঝে উপস্থিত ছিল ৪ হাজার ৮৩৩ জন। অনুপস্থিত ছিল ১০৫ জন। জেলার ৬টি কেন্দ্রে ভোকেশনাল পরীক্ষায় ১ হাজার ২২ জনের মধ্যে উপস্থিত ছিল ১ হাজার ৭ জন। অনুপস্থিত ছিল ১৫ জন।