চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক সেবনে বাধা দেয়ায় আবদুল মালেক (৫০) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। গতকার বুধবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার শুভপুর ইউনিয়নের উনকুট বাজারে এ ঘটনা ঘটে। নিহত মালেক উনকুট গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।
পুলিশ বুধবার দিবাগত ভোররাত ৪টায় ঢাকা হযরত শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভিযুক্ত বাহারকে (২৬) গ্রেফতার করেছে।
স্থানীয়রা জানান, প্রবাসী কবির আহম্মেদের ছেলে মাদকাসক্ত বাহার কয়েকদিন আগে মাদক সেবনের জন্য একই গ্রামের নিহত আবদুল মালেকের দোকানের পিছনে খালি জায়গায় প্রবেশ করে। এসময় আব্দুল মালেক তাকে বাধা দেয়। একপর্যায়ে দু’জনের মধ্যে কথা-কাটাকাটি হয়। বুধবার রাত সাড়ে নয়টার দিকে আব্দুল মালেক তার দোকান বন্ধ করার সময় ঘাতক বাহার তাকে পেছন থেকে এসে ধারালো ছুরি দিয়ে কোপাতে থাকে। এসময় আব্দুল মালেকের চিৎকার শুনে বাজারের লোকজন তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয় ইউপি সদস্য রবিউল হোসাইল অপু জানান, বাহারকে কিছুদিন আগে মাদক সেবনে বাধা দেন নিহত আবদুল মালেক। বুধবার মালেক দোকান বন্ধ করার সময় বাড়ির এলাকার চিহ্নিত মাদকাসক্ত বাহার তাকে ছুরিকাঘাতে হত্যা করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ববিউল হোসেন জানান, বুধবার রাতে আবদুল মালেক নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরে বিভিন্ন স্থানে ছুরিকাঘাতে গভীর ক্ষত চিহ্ন পাওয়া গেছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, হত্যার ঘটনায় রাতেই ঢাকা এয়ারপোর্ট থেকে ঘাতক বাহারকে গ্রেফতার করেছে পুলিশ। মালেকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।