স্মার্ট ক্লিনিক, স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নে ২৩তম কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠাবার্ষিকী দিবস পালিত হয়েছে।
২৬ এপ্রিল, বুধবার পূবালী কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুল হক রিপন।
বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা মেডিকেল অফিসার ডা. জান্নাতুল তাজরীন বুশরা। সভাপতিত্ব করেন- ৬নং ওয়ার্ড ইউপি সদস্য গোলাম মাওলা।
কমিউনিটি ক্লিনিক সিএইচসিপি আছমা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ফাজিলপুর ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক আবুল কালাম আজাদ, পূবালী কমিউনিটি ক্লিনিক সদস্য মানিক চন্দ্র দাস, আরবিহাট কমিউনিটি ক্লিনিক সদস্য শাহা আলম।
এসময় আরবি হাট কমিউনিটি ক্লিনিক, উত্তর ফাজিলপুর কমিউনিটি ক্লিনিক, পূবালী কমিউনিটি ক্লিনিক ও রাজনগর কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণ উপস্থিত ছিলেন।
ডা. জান্নাতুল তাজনীন বুশরা বলেন, কমিউনিটি ক্লিনিক মাতৃকালীন স্বাস্থ্যসেবাসহ বিনামূল্যে ৩২ ধরনের ঔষধ প্রদান করা হয়। স্বাস্থ্য শিক্ষা প্রদান করা ছাড়াও মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তারা।
মো. মুজিবুল হক রিপন বলেন, স্বাধীনতার পর দেশের প্রকৃত গণমুখী কার্যক্রমের মধ্যে কমিউনিটি ক্লিনিক ব্যবস্থা সবচেয়ে সফল উদ্যোগ। কমিউনিটি ক্লিনিক বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিপ্লব ঘটিয়েছে। এই ক্লিনিকের মাধ্যমে গ্রামাঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে স্বাস্থ্য সেবা। মা ও শিশুর পাশাপাশি প্রান্তিক জনপদের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় নীরব বিপ্লব ঘটিয়েছে এই ক্লিনিক। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে তৃণমূলে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার অভূতপুর্ব ধারণার রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি তার স্বকীয় উদ্ভাবনী চিন্তার ফসল। তিনি বলেন, বিশেষ করে স্বাস্থ্যসেবা কাঠামোর আওতার বাইরে থাকা দরিদ্র, দুস্থ ও প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবার অধিকারের অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছে, যা কমিউনিটি ক্লিনিকের সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য। সবার ঐকান্তিক প্রচেষ্টায় স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।
শেষে অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।




