১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • আইন আদালত >> টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী
  • ফেনীতে মাদকের মামলায় দুই জনের যাবজ্জীবন
  • ফেনীতে মাদকের মামলায় দুই জনের যাবজ্জীবন

    দৈনিক আমার ফেনী

     

    জমির বেগ
    ফেনী প্রতিনিধি
    ফেনীতে মাদকের মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ফেনীর অতিরিক্ত দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ এ রায় ঘোষণা করেন।
    যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুজন হলেন ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ আনন্দপুর গ্রামের মো. পলাশ (৩০) ও একই উপজেলার ফতেহপুর গ্রামের মো. আজাদ (৪০)। রায় ঘোষণার সময় তাঁরা দুজন আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের ফেনী জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।
    আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৬ সেপ্টেম্বর ফেনীর ফুলগাজী উপজেলার নুরপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে মাদকদ্রব্যসহ মো. পলাশ, মো. আজাদ ও মো. সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ।
    ঘটনায় ফুলগাজী থানার তৎকালীন উপপরিদর্শক মো. আশেকুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের কয়েকটি ধারায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ফুলগাজী থানার আরেক উপপরিদর্শক তিন আসামির বিরুদ্ধে একই বছরের ২০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেন।
    মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদন্ড ছাড়াও তাঁদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া একই মামলায় আরেকটি ধারায় ওই দুই আসামিকে এক বছর করে সশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার আরও একটি ধারায় পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে ওই দুজনকে। আদালত একই মামলায় অপর আসামি মো. সোহেলকে বেকসুর খালাস দিয়েছেন।
    আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ফেনীর জেষ্ঠ সহকারী কৌঁসুলি দ্বিজেন্দ্র কুমার কংশ বণিক। তিনি দুজনের সাজার বিষয়টি নিশ্চিত করেন।
    আসামিদের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন আইনজীবী মো. সালাহ উদ্দিন মানিক।

     

    আরও পড়ুন

    জনসভাকে কেন্দ্র করে জেলা বিএনপির প্রস্তুতি সভা
    ফাজিলপুরে যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    চাঁদাবাজির অভিযোগে জামায়াতের জাকির বহিষ্কার
    ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে ৬০ লাখ টাকা চাঁদাবাজি
    ক্রীড়া সংস্থার কমিটি বাতিলের দাবিতে লিফলেট বিতরণ
    স্কাউটস’র সহ-সভাপতি সাংবাদিক রহীম
    হাইওয়ে পুলিশ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
    রোগীদের অযথা হয়রানি বন্ধে যত্নবান হউন -জেলা প্রশাসক