আমার ফেনী ডেস্ক
সোনাগাজী স্বরাজপুর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকালে সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মধ্যম স্বরাজপুর বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গনে
সংগঠনটির আহবায়ক ও ইউপি সদস্য আজাদ হোসেন কিরনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক, সাংবাদিক মো. সমির উদ্দিন ভূঁঞার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডা. করিমুল্লা, ডা. আরমান বিন আবদুল্লাহ সুজন, ফাউন্ডেশনের সদস্য আবু সুফিয়ান কোম্পানী, সাবেক ইউপি সদস্য আবুল বশর, শাহদাত হোসেন শাওন, ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক এডভোকেট জিয়াউল হায়দার ফরহাদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. তানজিলুল ইসলাম, নুরুল আলম মানিক, মো. সাইদুজ্জমান, সাইফুল ইসলাম দোলন, মো. সামছুল হক, কৃতি শিক্ষার্থী রামিসা আনান ইরা।
সংবর্ধিত শিক্ষার্থীরা হলেন চলতি বছর চট্টগ্রাম ও কুমিল্লা মেডিকেলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া দুই জমজ বোন রামিসা আনান ইরা, রাইসা আনান ইনা। এছাড়াও এইচএসসিতে জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থী সাদিয়া ইসলাম মিম, মারুফ হাসান রাহিম। এসএসসিতে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থী সাদিয়া আফরিন রাইসা, নাঈম হোসেন, আনাস আব্দুল্লাহ ও সরকারি প্রাথমিক ট্যালেন্টপুল বৃত্তি পাওয়া শিক্ষার্থী আবরার হাসানাত লাবিব। অনুষ্ঠানে বায়তুল আমান জামে মসজিদের বিদায়ী খতিবকেও সংবর্ধনা দেওয়া হয়।