আমার ফেনী ডেস্ক
ফেনী সরকারী কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৫ তম ব্যাচের সতীর্থদের আর্থিক প্রতিষ্ঠান জাগরণী কো-অপারেটিভ সোসাইটির বার্ষিক সাধারণ সভা ও পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ এপ্রিল) চট্রগ্রামের মিরসরাইয়ের আরশী নগর ফিউচার পার্ক ও পতেঙ্গা সমুদ্র সৈকতে এ সাধারণ সভা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়।
সমিতির সদস্য এবং তাদের পরিবারের উপস্থিতিতে দিনব্যাপী নানা কর্মসূচিতে মেতে ছিলো সবাই। দর্শনীয় স্থান দেখার ফাঁকে হয়েছে প্রতিষ্ঠানের সাধারণ সভা ও নতুন কমিটি। আয়োজন ছিলো বিভিন্ন ইভেন্টের।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান রশিদ আহমদ মজুমদার এর সভাপতিত্বে ও ব্যাবস্থাপনা পরিচালক খুরিশদ আলম ফরায়েজীর উপস্থাপনায় সাধারণ সভায় আর্থিক প্রতিবেদন প্রকাশ করেন পরিচালক (অর্থ) রাজিব আশ্চার্য।
এছাড়াও বক্তব্য রাখেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ফরিদ উদ্দিন,পরিচালক (পরিকল্পনা) সোলায়মান হাজারী ডালিম,নির্বাহী সদস্য আবুল কালাম,সাদ্দাম হোসেন,মোহাম্মদ আইয়ুব,
সাধারণ সদস্য আনোয়ারুল আজিম, মো শরিফুল ইসলাম, শাহাদাত হোসেন শাকিব, মোহাম্মদ আবদুল্লাহ, নুরে আলম বাপ্পি, নজরুল ইসলাম, শেখ আব্দুল,মোস্তাফিজ রহমান, আবদুল মান্নান রবিন।
সাধারণ সভা শেষে প্রতিষ্ঠানের পরিচালনা জন্য আগামী তিন বছরের জন্য নির্বাচনের মাধ্যমে সদস্যদের ভোটে কমিটি গঠিত হয়।নবগঠিত কমিটিতে রশিদ আহমদকে চেয়ারম্যান ও খুরশিদ আলম ফরায়েজীকে পূনঃরায় ব্যবস্থাপনা পরিচালক নির্বাচিত করা হয়।