১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> পরশুরাম >> ফেনী
  • অবিলম্বে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন দিতে হবে -সফিকুল বাহার মজুমদার টিপু
  • অবিলম্বে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন দিতে হবে -সফিকুল বাহার মজুমদার টিপু

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক
    ফেনীর পরশুরামে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পরশুরাম উপজেলা কমান্ড কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের ফেনী জেলা সভাপতি মতিউর রহমানের কাইয়ুম। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব, স্মার্ট প্যানেলে মহাসচিব প্রার্থী আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সফিকুল বাহার মজুমদার টিপু।
    প্রধান অতিথির বক্তব্যে সফিকুল বাহার মজুমদার টিপু বলেন, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। মুুক্তিযোদ্ধাদের কল্যাণে যা কিছু করেছেন শেখ হাসিনা করেছেন। এ দেশে শেখ হাসিনার কোনো বিকল্প নাই। তিনি বলেন, অবাধ ও নিরপেক্ষ ভাবে মুক্তিযোদ্ধা সংসদে নির্বাচন আয়োজনের ঘোষনায় সারাদেশে মুক্তিযোদ্ধের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছিল। তারা নির্বাচনে অংশ গ্রহনের জন্য মনোনয়ন পত্র ফরম পূরন করে দাখিলের প্রস্তুতি নিয়েছিল। এমতবস্থায় হঠাৎ নির্বাচনটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এতে মুক্তিযোদ্ধাদের মাঝে অসন্তোজ বিরাজ করছে। বর্তমানে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ, ক্ষমতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। অথচ সাত বছর মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন হয় না। এটা কিছুতেই মেনে নেয়া যায় না। অবিলম্বে^ স্থগিত আদেশ প্রত্যাহার করে অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
    সমাবেশে বক্তব্য রাখেন সাবেক কমান্ডার হুমায়ুন শাহরিয়ার সাবেক ডিপুটি কমান্ডার কামাল উদ্দিন, ফেনী জেলা সন্তান কমান্ডের সভাপতি মফিজ উদ্দিন মুন্না, সাধারণ সম্পাদক মহশিন পাটোয়ারী, সোনাগাজীর মো. সানি ও পরশুরামের সাধারণ সম্পাদক ফরিদ প্রমুখ।

    আরও পড়ুন

    জনসভাকে কেন্দ্র করে জেলা বিএনপির প্রস্তুতি সভা
    ফাজিলপুরে যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    চাঁদাবাজির অভিযোগে জামায়াতের জাকির বহিষ্কার
    ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে ৬০ লাখ টাকা চাঁদাবাজি
    ক্রীড়া সংস্থার কমিটি বাতিলের দাবিতে লিফলেট বিতরণ
    স্কাউটস’র সহ-সভাপতি সাংবাদিক রহীম
    হাইওয়ে পুলিশ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
    রোগীদের অযথা হয়রানি বন্ধে যত্নবান হউন -জেলা প্রশাসক