১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • দেশজুড়ে
  • ফেনীতে পিডিবির ৫ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া ,১শ গ্রাহকের বিরুদ্ধে মামলা
  • ফেনীতে পিডিবির ৫ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া ,১শ গ্রাহকের বিরুদ্ধে মামলা

    দৈনিক আমার ফেনী

    ফেনী পৌরসভার ১ কোটি ২০ লাখ টাকাসহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) প্রায় ৫ কোটি টাকা বিদ্যুৎ বিল ৪-৫ বছর ধরে বকেয়া পড়ে রয়েছে।এ বিল আদায়ে মাইকিং করা হচ্ছে। এদিকে বকেয়া বিল কমাতে প্রিপেইড মিটার চালু করা হচ্ছে। পিডিবি সূত্রে জানা যায়, ফেনী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ফেনী পৌরসভা এলাকা, পাঁচগাছিয়া ও রানীরহাট এলাকায় প্রায় ৬০ হাজার গ্রাহক রয়েছে। ১ হাজার ২শ গ্রাহকের নিকট বিগত ৪ থেকে ৫ বছর ধরে প্রায় ৫ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। বকেয়া বিলের কারণে ১শ গ্রাহকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নীতিমালা অনুযায়ী ৩ থেকে ৪ মাসের মধ্যে কোন গ্রাহক বিদ্যুৎ বিল পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন হবে। এসব গ্রাহক ও প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত বিদ্যুৎ বিল পরিশোধ না করলেও তাদের সংযোগ সচল থাকায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ফেনী পৌরসভা প্রায় ৪ বছর ধরে ১ কোটি ২০ লাখ টাকা, ফেনী ট্রমা সেন্টারের ১৫ লাখ টাকা ও টিবি হাসপাতালের ১৫ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। বকেয়া বিদ্যুৎ বিল থাকার কারণে ইতোমধ্যে ফেনী ট্রমা সেন্টারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া মহিপাল ম্যাজিস্ট্রেট কলোনীতে এক এক বাসায় ৩০ থেকে ৪০ হাজার টাকা বিল বকেয়া রয়েছে। পুলিশদের বাসা-বাড়ী ও সরকারী কর্মকর্তারা অনেক সময় নিজেদের বিদ্যুৎ বিল না দিয়ে অন্যত্র বদলী হয়ে চলে যায়। এতে বিদ্যুৎ বিল বকেয়া থেকে যায়। এছাড়া সরকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মাসে মাসে বিদ্যুৎ বিল পরিশোধ না করে বছর শেষে পরিশোধ করায় এখানে বকেয়া বিলের পরিমাণ বাড়তে থাকে। এদিকে ফেনী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর পক্ষ থেকে গত সপ্তাহ ধরে বকেয়া বিল আদায়ের জন্য মাইকিং করা হচ্ছে। বকেয়া বিল পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করার কথা বলা হচ্ছে। ফেনী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: শহিদুল ইসলাম ৫ কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিলের সত্যতা নিশ্চিত করে জানান, বকেয়া বিদ্যুৎ বিল কমাতে প্রিপেইড মিটার লাগানো হচ্ছে। ৮-৯ মাসের মধ্যে পৌরসভা এলাকা প্রিপেইড মিটার লাগানো হবে। এতে ব্যবসায়ী ও গ্রাহকরা লাভবান হবে। বিদ্যুৎ অপচয় কম হবে। বিদ্যুৎ বিল বকেয়াকৃত গ্রাহকদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা ও সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। যারা নির্দেশ অমান্য করছে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে। জুন ক্লোজিং উপলক্ষে সরকারের রাজস্ব আদায়ের জন্য মাইকিং করা হচ্ছে।

    আরও পড়ুন

    জাফর উল্লাহ সিদ্দিকির পরিবারকে পুনরায় হুমকি
    নিজ গ্রামে সংবর্ধনা পেলেন ক্রিকেটার আল ফাহাদ
    ফেনীতে মাদ্রাসা শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু
    পরশুরামে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    ইট ভাটা ও ব্রিক ফিল্ডে উচ্ছেদ অভিযান
    পরশুরামে মুহুরী নদীর বেড়িবাঁধ এলাকার মাটি সাবাড়
    ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ বছর ধরে বিকল এক্স-রে মেশিন
    বিএনপির কমিটি ঘিরে মিশ্র প্রতিক্রিয়া